
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক:
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েক বছর ধরে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন বহু মানুষ। সেই নিয়ে সতর্কতা জারি করা হচ্ছে প্রশাসনের তরফে। রয়েছে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বরও। কিন্তু তাতেও বদলাচ্ছে না চিত্রটা। এই ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছে সাধারণ মানুষেরা। এবার সেই প্রতারণার জাল ছড়াল সুদূর চিনে। ১০০ কোটি টাকা সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম ফ্যাং চেনজিং। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন স্টক ট্রেডিং কেলেঙ্কারিতে যুক্ত ছিল সে।
দিল্লির বাসিন্দা সুরেশ কোলিচিয়েল এই ফাঁদে পড়ে ৪৩.৫ লাখ টাকা প্রতারিত হয়। এরপর তিনি অভিযোগ দায়ের করেন দিল্লি পুলিশের সাইবার ক্রাইমে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। চীনের বাসিন্দা হলেও অভিযুক্ত ওই ব্যক্তি কয়েক বছর ধরেই দিল্লিতে বসবাস করতেন। কী ভাবে ফাঁদ পাতা হত? জানা গিয়েছে, প্রতারিত ওই ব্যক্তিকে স্টক মার্কেট শেখাবেন বলে জানিয়েছিলেন ফ্যাং। এরপর তিনি বলেন, অনলাইনে ট্রেনিং করতে হবে। তার জন্য লাগবে টাকা। এইভাবে দফায় দফায় টাকা দেন তিনি। একেক সময় একেক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন প্রতারিত ওই ব্যক্তি। কিন্তু সেই অর্থে স্টক মার্কেট আর শেখা হয়ে ওঠেনি। বেশ কিছুসময় যাওয়ার পর পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ ওই ব্যক্তির সঙ্গে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। জানিয়েছে, ওই মোবাইলটি ব্যবহার করেই এই অপকর্ম করত তারা। পুরো দলটার খোঁজে তল্লাশি শুরু করেছে। যে নম্বর থেকে অভিযোগ আসে দেখা গিয়েছে ওই নম্বরের বিরুদ্ধে মোট ১৭ টি অভিযোগ এসেছিল। সবগুলোই একই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জড়িত।
শুধু দিল্লি নয়, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও এই সাইবার জালিয়াতির জাল ছড়িয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্র দিল্লির সফরদং এলাকা থেকে চালানো হত। ফ্যাং চেনজিংকে জিজ্ঞাসাবাদ চলছে। পুরো দলটিকে খুব শীঘ্রই ধরা যাবে বলে জানিয়েছেন।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও